এপ্রিল ২৯, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

৭০ বছর বয়সে জমজ সন্তানের জন্ম দিলেন নারী

১ min read

আফ্রিকার দেশ উগান্ডায় ৭০ বছর বয়সে জমজ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। চিকিৎসকরা জানিয়েছেন, এই বয়সে সন্তান জন্ম দেওয়া— আবার জমজ— একটি অলৌকিক ঘটনা।

গতকাল বুধবার (২৯ নভেম্বর) সাফিনা নামুকাওয়ে নামের এ নারী রাজধানী কাম্ফালার একটি হাসপাতালে ফুটফুটে দুটি শিশুর জন্ম দেন। এরপর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। গর্ভকালীন সময়ে এই হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন তিনি।

গর্ভাবস্থায় সাফিনাকে চিকিৎসা ও পরামর্শ দিয়েছেন ডাক্তার এডওয়ার্ড তামালে সালি। তিনি বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, ‘এটি একটি অসাধারণ অর্জন। ৭০ বছর বয়সে আফ্রিকার সবচেয়ে বৃদ্ধ মায়ের দুই সন্তানের জন্ম দেওয়া। সত্যিই অসাধারণ।’

তিনি জানিয়েছেন, মা ও দুই শিশু সবাই ভালো ও সুস্থ আছে। সদ্যই জন্ম নেওয়া জমজ শিশুদের একটি ছেলে; অপরটি মেয়ে।

বৃদ্ধ বয়সে সন্তান জন্ম দেওয়া সাফিনা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘এ মুহূর্তে আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। ৭০ বছর বয়স হওয়ায় আমাকে দুর্বল, গর্ভবতী হতে না পারা বা শিশুদের যত্ন নিতে পারব না বলে বলা হয়েছিল। কিন্তু দেখুন অলৌকিক ঘটনা। জমজ শিশু।’

সাফিনা জানিয়েছেন, ২০২০ সালে প্রথম একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এর আগে সন্তান জন্ম দিতে না পারায় তাকে ‘অভিশপ্ত নারী’ হিসেবে কটাক্ষ করা হতো।

তিনি আরও জানিয়েছেন, তার প্রথম স্বামী ১৯৯২ সালে মারা যান। ওই সময় তার কোনো সন্তান ছিল না। বর্তমান স্বামীর সঙ্গে তিনি ১৯৯৬ সাল থেকে থাকছেন।

তবে তার স্বামী এখনো জমজ সন্তানকে দেখতে আসেননি। এ কারণে কিছুটা অখুশি তিনি।

সূত্র: এএফপি

Comments

comments

More Stories

১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!