মে ৬, ২০২৪ ৪:৪১ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

এবার ইসরায়েলে সেনা পাঠাল কানাডা

১ min read

জরুরি পরিকল্পনা বাস্তবায়ন ও দূতাবাসের লোকজনকে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্রের পর কানাডা এবার দখলদার ইসরায়েলের জন্য বিশেষ বাহিনী পাঠিয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

কানাডা এই খবরের সত্যতা স্বীকার করে প্রতিরক্ষামন্ত্রী বিল ব্লেয়ার এক বিবৃতিতে বলেছে, তাদের বিশেষ বাহিনী বর্তমানে ইসরায়েলে অবস্থান করছে। দেশটির বিশেষ ফোর্সের ৩০০ সদস্য এই অঞ্চলে অবস্থান করছে।

এদিকে গাজায় হামলা চালিয়ে যখন গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। তখনি সেখানে কানাডার সেনাবাহিনী মোতায়েনের খবর এলো।

এর আগে মার্কিন সশস্ত্র বাহিনীর ‘ডেলটা ফোর্স’ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ছবি প্রকাশ করে বুঝিয়েছে তারা ইসরায়েলে অবস্থান করছে। পরে অবশ্য তারা ইনস্টাগ্রাম থেকে এ সংক্রান্ত ছবি মুছে ফেলেছে এবং ইসরায়েলে নিজেদের উপস্থিতির খবর অস্বীকার করেছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জবাবে সেদিন থেকে তিন সপ্তাহ পরও গাজায় অবিরাম বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। এতে এখন পর্যন্ত আট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩ হাজারেরও বেশি শিশু রয়েছে। আর আহত হয়েছেন অন্তত ২০ হাজার। বিমান হামলার পাশাপাশি চলতি সপ্তাহে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী।

Comments

comments

More Stories

১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!