মে ৩০, ২০২৩ ৪:৫৮ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

১৩২ আরোহী নিয়ে চীনা বিমান বিধ্বস্ত

১৩২ জন আরোহী নিয়ে চীনের একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার দেশটির গুয়াংজি প্রদেশে এই দুর্ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে।

চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ বিমান বিধ্বস্তের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা জানা যায়নি। তবে অনেক প্রাণহানির শঙ্কা করা হচ্ছে।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ওই এলাকায় পাহাড়ে আগুন ধরে গেছে। উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে রওনা হয়েছে।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টার দিকে কুনমিং থেমে গুয়াংজুর উদ্দেশে রওনা হয়েছিল বিমানটি। এতে ১২৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন।

আরও পড়ুন

error: Content is protected !!