হ্যারি-মেগানের ঘরে এলো নতুন অতিথি
১ min read
ব্রিটেনের ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল দম্পতির ঘরে নতুন অতিথির এসেছে। তারা কন্যা সন্তানের বাবা–মা হয়েছেন। রোববার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (০৪ জুন) সকালে ক্যালিফোর্নিয়া সান্তা বারবারা নামের একটি হাসপাতালে শিশুটির জন্ম হয়।
এক বিবৃতিতে হ্যারি ও মেগান দম্পতি জানিয়েছেন, মা ও শিশু দুজনেই সুস্থ আছেন। কন্যা সন্তানের নাম রাখা হয়েছে লিলিবেট ‘লিলি’ ডায়ানা মাউন্টব্যাটেন-উইন্ডসর।
উল্লেখ্য, ১০১৮ সালে এই যুগল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর ২০১৯ সালের ৬ মে এক পুত্র সন্তানের জন্ম দেন মেগান। পরে তার নাম রাখা হয় আর্চি।