বিজয় নিয়ে প্রতারণার শিকার হচ্ছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শুক্রবার ভোরে হোয়াইট হাউজ থেকে এক বক্তব্যে একথা বলেন তিনি।
এসময় সঠিক ভোট গণনা হলে জিতবেন বলেও দাবি করেন তিনি। তবে বক্তব্যে প্রতারণার অভিযোগ তুললেও কোন ধরনের তথ্য দেননি ট্রাম্প।
তিনি বলেন, সব ভোট গণনা হলে এখনও আমি জয় পেতে পারি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব।
এখন পর্যন্ত ইলেকটোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। তার সম্ভাব্য ইলেকটোরাল ভোটের সংখ্যা ২৬৪টি। বিপরীতে ট্রাম্পের সম্ভাব্য ভোট ২১৪টি।
আরো পড়ুন
সোনার দাম বেড়ে রেকর্ড, ভরি ৮৪ হাজার ৩৩১ টাকা
অকটেনের দাম বাড়ল লিটারে ৪৬ টাকা, ডিজেল ৩৪ টাকা
নৌপরিবহন সেক্টরে বিনিয়োগ করতে চায় আমেরিকার এক্সিম ব্যাংক