এপ্রিল ২৬, ২০২৪ ৪:১৬ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

জার্মানির আত্মঘাতী গোলে জিতল ফ্রান্স

১ min read

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল জার্মানি ও ফ্রান্স। বুধবার রাতে মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় জার্মানিকে ১-০ গোলে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপে শুভসূচনা করল এমবাপ্পে-বেনজেমা-গ্রিজমানরা। জার্মানির ডিফেন্ডার ম্যাটস হামেলসের আত্মঘাতী গোলই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় জোয়াকিম লোর শিষ্যদের।

ম্যাচের ২০ মিনিটের সময় এমবাপেকে উদ্দেশ্য করে জার্মানির ডি বক্সের ভেতরেই বল বাড়িয়েছিলেন হার্নান্দেজ। ওই বল ক্লিয়ার করতে যান হুমালেস। কিন্তু উল্টো তার পায়ে লেগে বল ঢুকে যায় নিজেদের জালেই।

দুই মিনিটের মাথায়ই অবশ্য সমতায় ফিরতে পারতো জার্মানি। কিন্তু রবিন গুসেনসের ক্রস ছয় গজ বক্সের মধ্যে পেয়েও গোল আদায় করতে পারেননি মুলার। ​৩৮ মিনিটে গোল শোধের আরও একটি ভালো সুযোগ নষ্ট হয় জার্মানির।

দ্বিতীয়ার্ধে আরও দুই বার বল জার্মানির জালে জড়িয়েছিলেন এমবাপে ও করিম বেনজেমা। কিন্তু দুইবারই গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।

৬৬ মিনিটে প্রায় একক নৈপুণ্যে জার্মানির তিন ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এমবাপে। কিন্তু তার আগেই অফসাইডের পতাকা তুলেন লাইন্সম্যান। এরপর ম্যাচের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে গোল করেন বেনজেমাও। কিন্তু ভিএআরের সহযোগিতায় গোল বাতিল করেন রেফারি।

পুরো ম্যাচে ফ্রান্সের সঙ্গে পাল্লা দিয়ে খেললেও তাদের ডিফেন্সে এসে কেমন যেন খেই হারিয়েছে জার্মানি। ভারানেদের রক্ষণ দেয়াল ভেদ করতে ব্যর্থ হয়েছেন থমাস মুলাররা। প্রতিপক্ষের রক্ষণকে শুধু ব্যস্তই রাখতে পারে তারা। আসেনি কাঙ্ক্ষিত গোল।

​আগামী শনিবার নিজেদের পরের ম্যাচে হাঙ্গেরির বিপক্ষে খেলবে ফ্রান্স। একই দিনে পর্তুগালের মুখোমুখি হবে জার্মানি।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!