মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার শেষ সময় ৩১ ডিসেম্বর। এর মধ্যেই বৈধতার প্রক্রিয়া সম্পন্ন করতে অনুরোধ জানিয়েছে দেশটি।
২০২২ সালের ১ জানুয়ারি থেকে অনথিভুক্ত অভিবাসীদের ধরতে অভিযান শুরু হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে বৈধ হওয়ার জন্য নির্ধারিত সময় আরও ছয় মাস বাড়ানোর জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো. গোলাম সারোয়ার।
মেয়াদ বাড়ানো হবে কি না জানতে চাইলে হাইকমিশনার বলেন, আরও ছয় মাস সময় বাড়াতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত প্রায় এক লক্ষ বাংলাদেশি বৈধতার আবেদন করেছেন বলে জানান তিনি।
আরো পড়ুন
কোন অ্যাপ সবচেয়ে নিরাপদ ?
যে ৫ খাবারে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ে
চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখার সহজ উপায়