গঠিত হলো বাংলাদেশ রাইটারস্ ক্লাব, যুক্তরাষ্ট্র শাখার আহবায়ক কমিটি
১ min read
কবি মিশুক সেলিমকে আহবায়ক এবং ছড়াকার খালেদ সরফুদ্দীনকে সদস্য সচিব করে গত ১লা নভেম্বর ২০২১ তারিখে বাংলাদেশ রাইটারস্ ক্লাব, যুক্তরাষ্ট্র শাখার ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ রাইটারস্ ক্লাব এর সাধারণ সম্পাদক কবি সানাউল হক, দপ্তর সম্পাদক সোহাগ সিদ্দিকী, যুগ্ম্ সম্পাদক ইউসুফ রেজা’র উপস্থিতিতে যে কমিটি গঠন করা হয় তা নিম্নরুপ :
আহবায়ক : মিশুক সেলিম, সদস্য সচিব : খালেদ সরফুদ্দীন
সদস্য বৃন্দ : রওনক আফরোজ , রওশন হাসান , আলী সিদ্দিকী, বেনজীর শিকদার, দস্তগীর জাহাঙ্গীর, হোসাইন কবির, বিমল সরকার ও আবু সাঈদ রতন ।
বাংলাদেশ রাইটারস্ ক্লাব, যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রম পরিচালনার জন্য সর্বসম্মতিক্রমে এই কমিটি গৃহীত হয়।