গ্রামীণফোনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন মাশরাফি বিন মর্তুজা।
সোমবার গ্রামীণফোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রামীণফোনের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘ব্র্যান্ড হিসেবে গ্রামীণফোন সকল বাধা পেরিয়ে বহুদূরের যাত্রায় বিশ্বাসী। আমিও ব্যক্তিগত ও পেশাদারি জীবনে সবসময় সীমা ছাড়িয়ে যাওয়া, সমর্থকদের আস্থা ও নিজের শক্তির ওপর বিশ্বাস রেখেছি। আমি কখনোই আমার স্বপ্নকে ভুলে যাইনি। এটাই আমাকে সফল করেছে। আশা করি, গ্রামীণফোনের সঙ্গে আমরা সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব।’
আরো পড়ুন
পশ্চিমবঙ্গে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, গুলিতে নিহত ৫
ইউক্রেনে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি রাশিয়ার
ইন্দ্রমোহন রাজবংশী আর নেই