মে ৫, ২০২৪ ৯:২৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইরাকি ভূখণ্ড ব্যবহার করে ইরানে মার্কিন আগ্রাসন নয়: বাগদাদ

১ min read

ইরাকের প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি বলেছেন, অন্য কোনও দেশে আগ্রাসী তৎপরতা চালানোর কাজে ইরাকের ভূমি ব্যবহার করতে দেওয়া হবে না। মঙ্গলবার বাগদাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

আদিল আব্দুল মাহদি বলেন, ইরাকে আমেরিকার স্থায়ী কোনও সামরিক ঘাঁটি নেই। তবে আন্তর্জাতিক সামরিক জোটের আওতায় ইরাকি সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিতে কিছু মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রী বলেন, কোনও অবস্থাতেই ইরাককে আরেক দেশের বিরুদ্ধে ব্যবহারের জন্য অন্য কোনও দেশকে অনুমতি দেওয়া হবে না। বাগদাদ কখনোই দুটি দেশের মধ্যে সংঘাতের অংশীদার হবে না।

এর আগে গত সোমবার ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের বিরোধিতা করে বলেছিলেন, প্রতিবেশী কোনও দেশে হামলার কাজে ইরাকি ভূমি ব্যবহারের ব্যাপারে সংবিধানে সুস্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে।

গত রবিবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস’কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প ইরাকে একটি স্থায়ী সেনা ঘাঁটি স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, ইরানের তৎপরতার ওপর নজর রাখতে এমন একটি ঘাঁটি স্থাপন জরুরি। সূত্র: পার্স টুডে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
error: Content is protected !!