এপ্রিল ২৪, ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

দেখে নেওয়ার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট!

১ min read

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পবিত্র ভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার বিরোধিতাকারী দেশগুলোকে বার্ষিক অনুদান কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার হোয়াইট হাউজে এসব দেশকে উদ্দেশ্য করে সাংবাদিকদের তিনি বলেন, ‘তারা মিলিয়ন মিলিয়ন এমনকি বিলিয়ন বিলিয়ন ডলার নেয় অথচ আমাদের বিপক্ষে রায় দেয়।’

‘তাদেরকে আমাদের বিপক্ষে ভোট দিতে দিন। আমরা অনেক অর্থ সেভ করতে পারবো। আমরা কোনো পরোওয়া করি না।’

উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে জেরুজালেমে নেয়ারও ঘোষণা দেন তিনি। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির নাটকীয় পরিবর্তনের জেরে ব্যাপক প্রতিবাদ শুরু হয় বিশ্বজুড়ে।

গত ১৩ ডিসেম্বর ইস্তাম্বুলে ইসলামিক সহযোগিতা পরিষদের (ওআইসি) জরুরি এক সম্মেলনে জেরুজালেমকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাজধানী হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানানো হয়।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!