এপ্রিল ২৬, ২০২৪ ৯:৪৬ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

বার্সেলোনার রাজপথে লাখ লাখ স্বাধীনতাকামী

১ min read

স্পেনের আদালতে স্বাধীনতাকামী নেতাদের কারাদণ্ড দেওয়ার প্রতিবাদে কাতালোনিয়ার রাজধানী বার্সেলোনায় প্রায় পাঁচ লাখ লোক বিক্ষোভ প্রদর্শন করেছে।

শুক্রবারের এই বিক্ষোভ থেকে রাতে একপর্যায়ে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে জানায় বাসস।

এসময় কাতালান স্বাধীনতাকামীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ও আতশবাজি নিক্ষেপ করলে তারাও বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। এতে নগরীর কেন্দ্রস্থল একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়।

কাতালান রাজধানীতে পরপর পঞ্চম দিনের মতো বিক্ষোভ করায় এবং দুই বছর আগে স্বাধীনতার ডাক দিয়ে ব্যর্থ হওয়ায় দেশদ্রোহিতার অভিযোগ তুলে স্পেনের একটি আদালত স্বাধীনতাকামী নয়জন নেতাকে সাজা দেওয়ায় সেখানে পরিস্থিতির এমন অবনতি ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার প্রায় পাঁচ লাখ মানুষ বার্সেলোনায় বিক্ষোভ-সমাবেশ করে। স্বাধীনতাকামী নেতাদের বিরুদ্ধে দেওয়া সোমবারের আদালতের রায়ের পর এটি ছিল সবচেয়ে বড় গণসমাবেশ।

Comments

comments

More Stories

১ min read
১ min read
error: Content is protected !!