পাকিস্তানের চকওয়ালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আয়োজিত এক শোভাযাত্রা থেকে প্রতিপক্ষের কাছ থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে আহমদিয়া সম্প্রদায়ের একটি মসজিদে হামলা চালিয়েছে অন্তত এক হাজার মানুষ। প্রতিপক্ষের কাছ থেকে নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে সোমবার চকওয়ালের ধালমিয়াল জেলায় ওই হামলা হয়েছে।
দেশটির জাতীয় দৈনিক ডন এক প্রতিবেদনে বলছে, ধালমিয়ালর জেলার চোয়াজ সাইদান শাহ পুলিশ স্টেশনের কাছে আহমদিয়াদের ওই মসজিদের অবস্থান।
জামায়াত-ই-আহমদিয়া পাকিস্তানের মুখপাত্র সালিম-উদ-দীন বলেছেন, ধালমিয়ালে আমাদের বায়তুল যিকির ভবনে কমপক্ষে এক হাজার বিক্ষোভকারী হামলা চালিয়েছে। ওই ভবন লক্ষ্য করে হামলাকারীরা পাথর নিক্ষেপ করছে। এ ছাড়া ভবনের সামনে আগুন ধরিয়ে দিয়েছে।
সূত্র : এবিসি নিউজ।
আরো পড়ুন
২০ সেকেন্ডের মধ্যে ১০-১৫ বার কোপানো হয় রুশদিকে
ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার
ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু