জাকির নায়েককে ভারতে পাঠাচ্ছে না মালয়েশিয়া
১ min read
জাকির নায়েককে ভারতে ফেরত পাঠাচ্ছে না মালয়েশিয়া সরকার। দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শুক্রবার এই খবর জানিয়েছেন। এই ধর্ম প্রচারককে নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল ভারতীয় তদন্ত সংস্থাগুলি। কিন্ত মালয়েশিয়া তাকে আপাতত ছাড়ছে না।
মাত্র একদিন আগে ভারত সরকারর পক্ষ থেকে জানানো হয়, জাকিরকে দেশে নিয়ে আসার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। ভারত সরকারের অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ শুক্রবার এক প্রেস কনফারেন্সে জানান, তাকে মালয়েশিয়াতে স্থায়ীভাবে থাকার অনুমতি দেয়া হয়েছে। তাই যতদিন না তিনি এখানে কোনো গোলমাল করছেন, ততদিন অন্যত্র পাঠানোর ভাবনা আমাদের নেই।
ডা: জাকির নায়েককের বিরুদ্ধে অভিযোগপত্রে বলা হয়, তিনি বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি জঙ্গিবাদে উস্কানি দিয়েছেন।
৫২ বছর বয়সী এই চিকিৎসক ইসলাম ধর্মত্যাগ ও সমকামীদের মৃত্যুদণ্ডের সাজা দেয়া উচিত বলে তার বিভিন্ন বক্তৃতায় উল্লেখ করেন।
গত বছরের জুলাইয়ে ঢাকার গুলশানে হলি আর্টিশান রেস্তোরাঁয় জঙ্গি হামলা হয়। ওই জঙ্গিরা নৃশংস তাণ্ডব চালিয়ে অন্তত ২২ জনকে হত্যা করে। হত্যাকান্ডে জড়িত জঙ্গিদের কেউ কেউ ডা: জাকির নায়েকের ফেসবুক অনুসারী ছিলেন, এমন অভিযোগের ভিত্তিতে তাঁর মালিকানাধীন টেলিভিশন চ্যানেল পিস টিভির বাংলাদেশে সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।
সূত্র: এনডিটিভি।