মার্চ ২১, ২০২৩ ১০:৪০ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

গাজা সীমান্ত খুলে দেবে মিশর

পবিত্র রমজান মাস উপলক্ষে ফিলিস্তিনের গাজাসংলগ্ন রাফাহ সীমান্ত খুলে দেবে মিশর। ১৭ মে, বৃহস্পতিবার টুইটারে এই ঘোষণা দেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

সিসির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনের গাজা ও মিশরের রাফাহ’র মাঝে যে সীমান্ত, তা বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। মাঝে মাঝে খোলা হয় সীমান্ত। তবে এবার পুরো রমজান মাসজুড়ে রাফাহ সীমান্ত খোলা থাকবে।

টুইটারে সিসি বলেন, ‘গাজার ভাইদের দুর্দশা কমাতে সাহায্য করবে এই সীমান্ত।’

এ সপ্তাহে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধন নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে ফিলিস্তিন। এতে তাদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী বৃহস্পতিবার গাজার বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

গাজার বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করে রাজনৈতিক দল হামাস। কিন্তু মিশরের সাথে রাফাহ সীমান্ত ও ইসরায়েলের সাথে এরেজ সীমান্ত তাদের দখলে নেই। পশ্চিম-তীর ভিত্তিক ফিলিস্তিনি প্রশাসন এই দুটি সীমান্ত নিয়ন্ত্রণ করে।

মিশরের সিনাই উপদ্বীপের ওপর ২০১৩ সালে হামলা বেড়ে যাওয়ার কারণে লম্বা সময় ধরে রাফাহ সীমান্ত বন্ধ রেখেছিল মিশর। এসব হামলার পেছনে গাজা থেকে আসা ফিলিস্তিনি যোদ্ধাদের দায়ী করেছিল মিশরের কর্তৃপক্ষ। অনেক বছর পর এই প্রথম এক মাসের মতো লম্বা সময় ধরে খোলা রাখা হবে রাফাহ সীমান্ত।

আরও পড়ুন

error: Content is protected !!