প্রতিবেশী দেশ ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ৫০০ আর ১০০০ রুপির সব পুরোনো নোটের ব্যবহার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ঘোষণা এসব পুরোনো নোট নিষিদ্ধ করার নির্দেশ দেন।
জরুরি ঘোষণায় নরেন্দ্র মোদি বলেছেন, কালো টাকার বিস্তার ঠেকাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। ৯ নভেম্বর, মঙ্গলবার রাত ১২টা এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ঘোষণায় বলা হয়, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নোট বহনকারী প্রত্যেককে ৫০০ ও ১০০০ রুপির সব নোট ব্যাংকে জমা দিতে হবে।
তবে হাসপাতালগুলোতে যে রোগীরা ভর্তি আছেন- তাদের ক্ষেত্রে আগামী তিন দিন এগুলো গ্রহণ করা হবে বলে ঘোষণায় বলা হয়।
আরো পড়ুন
নিউজিল্যান্ডে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
অ্যামোলেড ডিসপ্লের স্মার্টফোন কেন সেরা?
লোগো পরিবর্তন করলো নোকিয়া