প্রতিবেশী দেশ ভারতে বন্ধ হয়ে যাচ্ছে ৫০০ আর ১০০০ রুপির সব পুরোনো নোটের ব্যবহার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক ঘোষণা এসব পুরোনো নোট নিষিদ্ধ করার নির্দেশ দেন।
জরুরি ঘোষণায় নরেন্দ্র মোদি বলেছেন, কালো টাকার বিস্তার ঠেকাতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে। ৯ নভেম্বর, মঙ্গলবার রাত ১২টা এ নিষেধাজ্ঞা কার্যকর হবে।
ঘোষণায় বলা হয়, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে নোট বহনকারী প্রত্যেককে ৫০০ ও ১০০০ রুপির সব নোট ব্যাংকে জমা দিতে হবে।
তবে হাসপাতালগুলোতে যে রোগীরা ভর্তি আছেন- তাদের ক্ষেত্রে আগামী তিন দিন এগুলো গ্রহণ করা হবে বলে ঘোষণায় বলা হয়।
আরো পড়ুন
ভারতের সবচেয়ে ধনী ইউটিউবার
ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
আগুন ছড়িয়ে পড়ছে, লন্ডনে ‘জরুরি অবস্থা’ ঘোষণা