এপ্রিল ১৯, ২০২৪ ২:২৬ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

এবার ভারতে দু’জনের ওমিক্রন শনাক্ত

১ min read

দক্ষিণ আফ্রিকা থেকে দুই ডজনের বেশি দেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের বহু রূপান্তরিত ধরন ‘ওমিক্রন’ এবার ভারতে শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ভারতে প্রথমবারের মতো দুজনের শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

রাজধানী নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব লাভ আগারওয়াল বলেছেন, ভারতে প্রথম যে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে, তারা বর্তমানে কর্ণাটকে আছেন। তাদের বয়স যথাক্রমে ৬৬ এব ৪৬ বছর। তাদের একজন বিদেশি নাগরিক। ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় তাদের পরিচয় এখন প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন তিনি।

ভারতের এই সচিব বলেছেন, ওমিক্রন আক্রান্ত দু’জনের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে শনাক্তের পর করোনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত দু’জনের মৃদু উপসর্গ আছে। এখন পর্যন্ত তাদের গুরুতর উপসর্গ দেখা যায়নি বলে জানিয়েছেন তিনি।

আগারওয়াল বলেছেন, ‘ওমিক্রন শনাক্তকরণে আতঙ্কিত হওয়ার দরকার নেই। কিন্তু সচেতনতা একেবারে জরুরি। কোভিড-১৯ আচরণবিধি যথাযথভাবে অনুসরণ করুন এবং জনসমাগম এড়িয়ে চলুন।’

করোনাভাইরাসের আগের সব ভ্যারিয়েন্টের তুলনায় ৩২ বার রূপ বদলে ফেলা ওমিক্রন অতি-সংক্রামক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ভ্যারিয়েন্টের প্রাণঘাতী হয়ে ওঠার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভারতের কোভিড-১৯ টাস্কফোর্সের প্রধান ডা. ভিকে পল বলেছেন, এই মুহূর্তে কঠোর বিধি-নিষেধের দরকার হবে না। পরিস্থিতি এখনও বেশ ভালোভাবে নিয়ন্ত্রণে আছে।

বিশ্বের বিভিন্ন দেশে ওমিক্রনের সংক্রমণ শনাক্ত হওয়ায় আগামী ১৫ ডিসেম্বর থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালুর পরিকল্পনা থাকলেও বুধবার তা বাতিল করেছে ভারত। বাণিজ্যিক ফ্লাইট চালুর বিষয়ে যথাসময়ে ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

গত এপ্রিল এবং মে মাসে করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণের সঙ্গে লড়াইয়ের পর সম্প্রতি ভারতে এই ভাইরাসের প্রাদুর্ভাব কমতে শুরু করেছে। তবে বৃহস্পতিবারও দেশটিতে নতুন করে এই ভাইরাসে ৯ হাজার ৭৬৫ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লাখ ছাড়িয়েছে।

গত ২৪ নভেম্বর করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বললেও তারও অনেক আগে বিশ্বের কিছু দেশে এই ভ্যারিয়েন্টের উপস্থিতির তথ্য এখন সামনে আসছে।

বুধবার নাইজেরিয়া বলেছে, তারা ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রথম সংক্রমণ শনাক্ত করেছে। গত অক্টোবরে নাইজেরিয়ায় আসা তিন দর্শনার্থীর নমুনায় এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর অর্থ—দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়েছে বলে জানানো হলেও আসলে এই ভ্যারিয়েন্ট তারও কয়েক সপ্তাহ আগে অন্যান্য দেশে উপস্থিত ছিল।

নেদারল্যান্ডসের ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ (আরআইভিএম) বলেছে, গত ২৬ নভেম্বর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এবং কেপটাউন থেকে আমস্টারডামের শিফল বিমানবন্দরে আসা দু’টি ফ্লাইটের অন্তত ১৪ জন আরোহী করোনাভাইরাসের নতুন ধরনটি বহন করে নিয়ে এসেছেন।

‘কিন্তু আমরা তারও আগে গত ১৯ এবং ২৩ নভেম্বর সংগ্রহ করা দু’টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট পেয়েছি। তবে এই দুই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন কি-না তা এখনও পরিষ্কার নয়’, আরআইভিএমের এক বিবৃতিতে বলা হয়েছে।

করোনার নতুন এই প্রজাতির বিষয়ে বিস্তারিত জানার জন্য বিশ্বজুড়ে বিজ্ঞানীরা রীতিমতো প্রতিযোগিতা করছেন। এই ভ্যারিয়েন্ট আবিষ্কার হওয়ার পর বিশ্বের অন্তত ৭০টি দেশ আফ্রিকার কয়েকটি দেশ ও অঞ্চলের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

যেসব দেশে পৌঁঁছে গেছে ওমিক্রন

• দক্ষিণ আফ্রিকা: গত ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। দেশটির প্রায় সব প্রদেশে এই ভ্যারিয়েন্ট ছড়িয়েছে। এখন পর্যন্ত ৭৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

• বতসোয়ানা: আফ্রিকার এই দেশটিতে ১৯ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

• যুক্তরাজ্য: এখন পর্যন্ত ২২ জনের ওমিক্রন সংক্রমণ নিশ্চিত হয়েছে।

• জার্মানি: দক্ষিণ আফ্রিকা থেকে মিউনিখ বিমানবন্দরে আসা যাত্রীদের মধ্যে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। পরে দেশটিতে আরও ৭ জনের এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ধরা পড়েছে।

• নেদারল্যান্ডস: দক্ষিণ আফ্রিকা থেকে আসা যাত্রীদের মধ্যে ১৬ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

• ডেনমার্ক: দক্ষিণ আফ্রিকা থেকে আগত ৪ জনকে ওমিক্রন আক্রান্ত হিসেবে পাওয়া গেছে।

• বেলজিয়াম: একজনের ওমিক্রন ধরা পড়েছে।

• ইসরায়েল: দেশটিতে ৪ জনের ওমিক্রন নিশ্চিত হওয়া গেছে।

• ইতালি: দেশটিতে ৯ জনকে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত পাওয়া গেছে।

• চেক প্রজাতন্ত্র: স্থানীয় গণমাধ্যমে একজনকে ওমিক্রন আক্রান্ত হিসেবে শনাক্তের তথ্য জানানো হয়েছে।

• হংকং: ওমিক্রন আক্রান্ত ৪ জন শনাক্ত হয়েছে।

• অস্ট্রেলিয়া: দেশটিতে ৭ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

• কানাডা: দেশটিতে ৬ জনের এই ধরন শনাক্ত হয়েছে।

• অস্ট্রিয়া: দেশটির টাইরোলে দক্ষিণ আফ্রিকাফেরত একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে। আরও ৩০ জনকে এই ধরনে আক্রান্ত হিসেবে সন্দেহ করছে কর্তৃপক্ষ।

• সুইজারল্যান্ড: প্রায় এক সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকা থেকে আসা একজনের ওমিক্রন ধরা পড়েছে।

• ফ্রান্স: একজনকে এই ধরনে আক্রান্ত হিসেবে পাওয়া গেছে।

• পর্তুগাল: ১৩ জনের শরীরে এই ভ্যারিয়েন্টের সংক্রমণের প্রমাণ মিলেছে।

• ব্রাজিল: দেশটিতে দুজনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

• জাপান: দু’জনকে এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হিসেবে পাওয়া গেছে।

• নাইজেরিয়া: বুধবার দেশটি তিনজনের ওমিক্রন শনাক্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

• নরওয়ে: নরওয়েতে দুজনের ওমিক্রন ধরা পড়েছে।

• সৌদি আরব: মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে বুধবার প্রথম সৌদি আরবে একজনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

• স্পেন: দেশটিতে দুজনকে এই ধরনে আক্রান্ত পাওয়া গেছে।

• সুইডেন: তিনজনের ওমিক্রন শনাক্তের তথ্য নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

• ভারত: দেশটির কর্ণাটক প্রদেশে দু’জনের ওমিক্রন শনাক্ত হয়েছে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!