মে ১৮, ২০২৪ ৯:৫৯ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

প্রতিরক্ষা জোরদারে ইসরায়েলকে শত কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

১ min read

আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নতির জন্য ইসরায়েলকে অতিরিক্ত একশ কোটি ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র। ক্ষমতাসীন ডেমোক্র্যাট পার্টির বেশির ভাগ উদারপন্থী আইনপ্রণেতার প্রবল বিরোধিতা সত্ত্বেও স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত একটি বিল পাস হয়েছে।

আয়রন ডোম থাকা সত্ত্বেও গত মে মাসে ফিলিস্তিন ও ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘাতের সময় অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাসের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে ব্যর্থতার পর এর উন্নতির প্রশ্ন ওঠে। ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র আইন পাস করে আয়রন ডোমের উন্নতির জন্য ইসরায়েলকে শত কোটি ডলার তহবিল দিচ্ছে।

বিলটির বিরোধিতা করে প্রবল সমালোচনার মুখে পড়েন কিছু আইনপ্রণেতা। বিতর্ক শেষে ৪২০-৯ ভোটে বিলটি পাস হয়। এখন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হতে হবে এই বিল। তারপর প্রেসিডেন্ট জো বাইডেন সই করলে বিলটি আইনে পরিণত হবে। বাইডেন এর আগে বিলটিতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছিলেন।

শুরু থেকেই আট জন ডেমোক্র্যাট ও একজন রিপাবলিকান আইনপ্রণেতা বিলটির বিরোধিতা করে আসছিলেন। উদারপন্থী এই আইনপ্রণেতাদের যুক্তি তুলে ধরে বলেছিলেন, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করেছে। ফলে তাদের সামরিক সহায়তা দেওয়া মানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টিকে সমর্থন করা।

বিলটি পাসের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কংগ্রেসের আইনপ্রণেতাদের ধন্যবাদ জানিয়েছেন। আর যারা বিরোধিতা করেছিলেন তারা উপযুক্ত জবাব পেয়েছেন জানিয়ে বেনেট বলেন, ‘ইসরায়েলের মানুষ মার্কিন জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে। দুই দেশের মধ্যে বন্ধুত্ব আরও দৃঢ় হলো।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!