মার্চ ২৮, ২০২৪ ৯:১২ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

অবশেষে বাইডেনকে সৌদির অভিনন্দন

১ min read

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব। ক্ষমতাসীন প্রেসিডেন্ট রিপাবলিকান ডনাল্ড ট্রাম্পকে পরাজিত করার ২৪ ঘন্টারও বেশি সময় পরে এই অভিনন্দন জানিয়েছে তারা।

সারা বিশ্ব থেকে যখন জো বাইডেনকে অভিনন্দনের ঢল নামে তখন সেই দেশগুলোর মধ্যে সৌদি আরবের নাম ছিল অনুপস্থিত। অনেকেই সকৌতুহলে এই দেশটির নাম খুঁজছিলেন। এর কারণও ছিল। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে ডনাল্ড ট্রাম্পের। বিশেষ করে ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগিকে হত্যায় বিশ্বাসযোগ্য অভিযোগ উত্থাপন করা হয় যে, এই হত্যায় জড়িত ক্রাউন প্রিন্স।

কিন্তু ব্যাপকভাবে ধারণা করা হয় যে, প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে তিনি সে অভিযোগ থেকে নিজেকে মুক্ত রেখেছেন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পও জামাল খাসোগি হত্যাকান্ডে কোনো কথা বলেননি। ওদিকে সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্র তার সম্পর্ককে নতুনভাবে পরিমাপ করবে বলে নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ও ৪৬তম নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি সাংবাদিক জামাল খাসোগি হত্যার আরো বেশি জবাবদিহিতা নিশ্চিতের দাবি জানাবেন। একই সঙ্গে তিনি ইয়েমেন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থন দেয়া বন্ধের আহ্বান জানিয়েছেন। ফলে জো বাইডেন নির্বাচিত হলেও সৌদি আরব থেকে তাকে অভিনন্দন জানাতে বিলম্ব করা হয়। প্রায় পুরো বিশ্ব থেকে অভিনন্দন জানানোর পর, তিনি নির্বাচিত হওয়ার ২৪ ঘন্টারও পরে তাকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

এতে বলা হয়, অন্য আরব রাষ্ট্রগুলো যখন ডেমোক্রেট চ্যালেঞ্জার বাইডেনের বিজয়ে অভিনন্দনের তাকে ভাসিয়ে দিয়েছে, তখন সৌদি আরবে ক্ষমতার মূলে থাকা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ছিলেন নীরব। তবে তিনি এ সময়ে তাঞ্জানিয়ায় পুনঃনির্বাচিত প্রেসিডেন্টকে কিন্তু উষ্ণ অভিনন্দন জানাতে ভুল করেননি।

Comments

comments

More Stories

১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!