‘আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দিন’
১ min read
সুইডেনের আদলে দেশ গড়ার অঙ্গীকার নিয়েছেন পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান ।সামনের পাঁচ বছরের মধ্যে পাকিস্তানকে সুইডেনে রূপান্তরের স্বপ্ন দেখিয়েছেন দেশবাসীকে।
এ প্রেক্ষিতে পাকিস্তানের ক্যাপিটাল টিভির টকশোতে এক আলোচনায় আলোচকদের একজন জায়গাম খান বলেন, ‘সুইডেন বানাতে হবে না। আল্লাহর ওয়াস্তে আমাদেরকে বাংলাদেশ বানিয়ে দিন। পাঁচ বছর নয়, ১০ বছরে আমাদের বাংলাদেশ বানিয়ে দিন। তাহলেই হবে। কিন্তু জানি এটা হবে না।’
ক্যাপিটাল টিভি চ্যানেলে প্রচারিত একটি টকশোর ভিডিও ক্লিপ সম্প্রতি ভাইরাল হয়েছে ইন্টারনেটে।
টকশোয় জায়গাম খান বলেন, ‘পাকিস্তানের সবচেয়ে বড় সংকট দুর্নীতি। দুর্নীতি দূর হয়ে গেলে দেশ ঠিক হয়ে যাবে। সবার আগে আমি বাংলাদেশের কথাই চিন্তা করব।’
বাংলাদেশ পাকিস্তানের চেয়ে কতটা এগিয়ে গেছে, সে ব্যাপারে কথা বলতে গিয়ে ওই বক্তা কয়েকটি বিশেষ খাতের উদাহরণ দেখিয়েছেন। ওই বক্তা বলেন, ‘তাদের স্টক এক্সচেঞ্জ দেখুন, আমাদেরও দেখুন। বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭.২৮ শতাংশ আর পাকিস্তানের ৫.২৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জের সম্পদ তিনশ বিলিয়ন ডলার আর আমাদের স্টক এক্সচেঞ্জের সম্পদ মাত্র একশ বিলিয়ন ডলার। ৪০ বিলিয়ন ডলার বাংলাদেশ রফতানি করে আর আমরা মাত্র ২২ বিলিয়ন ডলার।’
জায়গাম খান আরও বলেন, ‘তাদের উন্নয়নের ধারাবিহকতাও অব্যাহত রয়েছে। আমাদের শুধু তাদের সমপর্যায়ে যেতে হলেও ১০ বছর লেগে যাবে। ইমরান খানকে আগে এদিকেই মনোযোগ দিতে হবে।’
পাকিস্তানের ক্যাপিটাল টিভি চ্যানেলে প্রচারিত টকশোর ভিডিও