মার্চ ২৩, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ফেব্রুয়ারিতে আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস৯

আগামী বছর ফেব্রুয়ারিতে উন্মুক্ত হতে পারে স্যামসাং এস সিরিজের ফোন গ্যালাক্সি এস৯। ব্লুমবার্গের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। স্যামসাং তাদের আগের এস৮ ফোন চলতি বছরের মার্চে উন্মুক্তের ঘোষণা দিয়েছিল।

সাধারণত স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে স্যামসাং তাদের এস সিরিজের ফ্ল্যাগশিপের ঘোষণা দিয়ে থাকে। তবে এস৮ ফোনের ঘোষণা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আরেকটি আলাদা ইভেন্টে দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে এস৯ ফোনটি কোথায় কোন প্রোগ্রামে উন্মুক্ত করা হবে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। ভেঞ্চারবিটের প্রতিবেদক ও তথ্য ফাঁসকারি ইভান ব্লাস জানিয়েছিলেন, গ্যালাক্সি এস৯ ফোনে থাকবে দ্রুতগতির প্রসেসর ও আপডেট ক্যামেরা।

তবে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে স্যামসাং মার্চের শুরুতেই এই ফোন বিক্রির পরিকল্পনা করেছে। এবং বিভিন্ন দেশের বাজারে ভিন্ন ভিন্ন সময়ে আসতে পারে। তবে স্যামসাং এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

সূত্র: সিএনবিসি

আরও পড়ুন

error: Content is protected !!