শাকিব-বুবলীর ‘সুপার হিরো’
১ min read
‘সুপার হিরো’। শাকিব-বুবলী জুটির নতুন ছবির নাম। জানা গেছে ছবিতে এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব-বুবলী।
‘সুপার হিরো’ ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। ছবিটি নির্মিত হবে অ্যাকশন থ্রিলারধর্মী গল্পে। জানা গেছে, ছবির বেশিরভাগ শুটিং হবে অস্ট্রেলিয়ায়। নির্মাণ করবেন ‘গ্যাংস্টার রিটার্নস’, ‘মুসাফির’ খ্যাত ছবির নির্মাতা আশিকুর রহমান। তিনি এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
আশিক বলেন,‘খুব শিগগিরই ছবির শুটিং শুরু হবে। সে ভাবেই কাজ এগিয়ে চলছে। প্রাথমিকভাবে ছবির নাম ঠিক করেছি ‘সুপার হিরো’। তবে নাম পরিবর্তন হতে পারে।’
এ ছবিতে আরো অভিনয় করবেন তারিক আনাম খান, শম্পা রেজা, ‘ঢাকা অ্যাটাক’খ্যাত অভিনেতা তাসকিন রহমান, টাইগার রবিসহ আরও অনেকেই।
হার্টবিট কথাচিত্র সূত্রে জানা গেছে, ২৪ ডিসেম্বর অস্ট্রেলিয়ায় যাবেন শাকিব-বুবলী। সেখানেই শুরু হবে শুটিং। এদিকে শাকিব খান বর্তমানে ‘নোলক’ ছবির শুটিং করছেন ভারতের হায়দ্রাবাদে। শুটিং শেষে তিনি দেশে ফিরবেন ২২ ডিসেম্বর। এরপর অস্ট্রেলিয়া যাবেন। এ বিষয়ে তার মন্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও শাকিবকে পাওয়া যায়নি।
শাকিব-বুবলী জুটি অভিনীত চারটি ছবিই মুক্তি পেয়েছে ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’ ও ‘রংবাজ’ ছবিগুলো অভিনয় করেছেন। এছাড়া তাদের অভিনীত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবি দুটি নির্মাণাধীন রয়েছে।