এপ্রিল ২৬, ২০২৪ ১১:১৩ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

৩০০ কোটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ‘ডিলিট’

১ min read

সাম্প্রতিক এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, গত ছয় মাসে ৩০০ কোটিরও বেশি ভুয়া অ্যাকাউন্ট ‘ডিলিট’ করেছে ফেসবুক।

ফেসবুক জানায়, ২০১৮ সালের অক্টোবর থেকে ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত এসব ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে। ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ফেসবুকের ধারণা প্রতি মাসে ২৪০ কোটি সচল অ্যাকাউন্টের মধ্যে প্রায় ৫ শতাংশ বা ১২ কোটি অ্যাকাউন্টই ভুয়া। এর আগের হিসাবের তুলনায় এবারের হিসাবে ভুয়া অ্যাকাউন্টের সংখ্যা ১ থেকে ২ শতাংশ বেড়েছে।

২০১৮ সালের ডিসেম্বর শেষে ফেসবুকের মাসিক সক্রিয় ব্যবহারকারী ২৩০ কোটিতে পৌঁছেছে। বিশ্বব্যাপী মাসিক সক্রিয় ব্যবহারকারীর অন্তত ৫ শতাংশ ভুয়া অ্যাকাউন্টধারী।

এসব অ্যাকাউন্ট ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মতো দেশগুলোয় সবচেয়ে বেশি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!