এপ্রিল ২৮, ২০২৪ ১১:৫৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

বাংলাদেশে ফেইসবুকের অফিস খোলার পরিকল্পনা নেই

১ min read

বাংলাদেশে কোনো অফিস খোলার পরিকল্পনা এই মুহূর্তে নেই বলে জানালেন ফেইসবুকের ভারত ও দক্ষিণ এশিয়া বিষয়ক পাবলিক পলিসি ডিরেক্টর শিবনাথ থাকরাল।

২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

শিবনাথ বলেন, কোন দেশে ফেইসবুক অফিস স্থাপন করবে তা ফেইসবুকের বৈশ্বিক নীতির বিষয়। অনেক দেশেই ফেইসবুকের অফিস আছে, তবে সব দেশে নেই। বাংলাদেশেও ফেইসবুকের অফিস খোলার কোনো পরিকল্পনা নেই।

২৩ সেপ্টেম্বর, সোমবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) সঙ্গে বৈঠকে কমিশনের পক্ষ থেকে বাংলাদেশে অফিস স্থাপনের প্রস্তাব দেওয়া হলে ফেইসবুক তাতে রাজি হয়নি বলে ওইদিন কমিশনের কর্মকর্তারা সাংবাদিকদের জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে শিবনাথ তা নিশ্চিত করেন।

ফেইসবুকের বিজ্ঞাপনের ওপর চলতি অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন কর (ভ্যাট) আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড। অফিস স্থাপন না করলে ভ্যাট কীভাবে পরিশোধ করবে ফেইসবুক- এমন প্রশ্নের জবাবে শিবনাথ বলেন, বিষয়টি নিয়ে এনবিআর ও বিটিআরসির সঙ্গে আলোচনা চলছে। ফেইসবুক প্রত্যেকটি দেশের নিজস্ব আইন মেনে ব্যবসা পরিচালনা করে থাকে।

অনুষ্ঠানে ফেইসবুকের কনটেন্ট বিষয়ক পাবলিক পলিসি ম্যানেজার ভরুন রেড্ডি ফেসবুক প্ল্যাটফর্মের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন তথ্য তুলে ধরেন।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!