মে ৩০, ২০২৩ ৪:০৫ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

এবার হ্যাংকিং হলো রাশিয়ান ব্যাংক; চুরি ৯ লাখ ডলার

রাশিয়ান এক ব্যাংকে সাইবার আক্রমণ চালিয়ে প্রায় ৯ লাখ ১০ হাজার ডলার হাতিয়ে নিয়েছে এক হ্যাকার গ্রুপ। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান আইবি এই তথ্য প্রথম প্রকাশ করে।

বিবিসির খবরে বলা হয়, অর্থ চুরির ঘটনা জানার পর সহায়তার জন্য দেশটির পিআইআর ব্যাংক নিরাপত্তা প্রতিষ্ঠান আইবিকে ডেকেছে।

ধারণা করা হচ্ছে, ‘মানিটেকার’ নামের হ্যাকার চক্র ওই সাইবার হামলা চালিয়েছে। চক্রটির বিরুদ্ধে ২০১৭ সালে রুশ, ব্রিটিশ ও মার্কিন প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে কোটি ডলার চুরির অভিযোগ রয়েছে।

আইবির প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির একটি কম্পিউটারে ওই চক্র অ্যাক্সেস নিয়েছিল। তারপর চলতি বছর ৩ জুলাই একাধিক লেনদেনের মাধ্যমে এই অর্থ হাতিয়ে নেয় তারা।

পিআইআর-এর কর্মীরা কিছু লেনদেন বন্ধ করে দিতে সমর্থ হলেও এই চক্র দ্রুত এটিএম কর্মীদের হাত করে নেওয়ার মাধ্যমে অর্থ নেওয়ার কাজ সম্পন্ন করেছে। আর এ কারণে ব্যাংকটি অধিকাংশ লেনদেনই আর বন্ধ করতে পারেনি।

গেল মে মাসের শেষ দিকে এই আক্রমণ শুরু হয়। প্রথমে ব্যাংকটির রাউটার অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করে হ্যাকাররা। পরে তারা এর নিরাপত্তা লঙ্ঘনে সক্ষম হয়। এরপরই তারা ব্যাংকটির অভ্যন্তরীণ নেটওয়ার্কে অ্যাক্সেস পেয়ে যায়।

আরও পড়ুন

error: Content is protected !!