এপ্রিল ১৬, ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

সাইবার নিরাপত্তা সূচকে ৭৩তম অবস্থানে বাংলাদেশ

১ min read

বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকে ১০০ দেশের মধ্যে ৭৩তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ন্যাশনাল সাইবার সিকিউরিটি ইনডেক্সের (এনসিএসআই) তৈরি করা সূচকে এ তথ্য জানানো হয়েছে।

তালিকায় স্থান পাওয়া দেশগুলোর মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থানায় তৎপরতা মূল্যায়ন করে সূচকটি তৈরি করেছে এনসিএসআই।

এনসিএসআইয়ের ওয়েবসাইটে প্রকাশিত সূচক অনুযায়ী, ৮৩ দশমিক ১২ স্কোর পেয়ে প্রথম অবস্থানে রয়েছে ফ্রান্স। আর যথাক্রমে ৮৩ দশমিক ১২ ও ৮১ দশমিক ৮২ স্কোর পেয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও এস্তোনিয়া।

সূচকে ২৫ দশমিক ৯৭ স্কোর পাওয়া বাংলাদেশ দক্ষিণ এশিয়ার কিছু দেশ থেকে এগিয়ে রয়েছে। এই অঞ্চলের মধ্যে শ্রীলঙ্কা ২৩ দশমিক ৩৮ স্কোর পেয়ে হয়েছে ৭৭তম।

ইন্দোনেশিয়া, নেপাল ও ভুটান যথাক্রমে ১৮ দশমিক ৪৮, ১২ দশমিক ৯৯ ও ১২ দশমিক ৯৯ স্কোর পেয়ে ৮৩, ৯২ ও ৯৩তম স্থান অর্জন করেছে।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!