এপ্রিল ১৯, ২০২৪ ১২:২৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

চলচ্চিত্র নিয়ে ৩৬০ ডিগ্রি গুগল ডুডল

১ min read

গুগলের ডুডল থিম শুরু হওয়ার ১০ বছর পর প্রথমবারের মতো দেখা গেল ভার্চুয়াল গুগল ডুডল। ফরাসি চলচ্চিত্র নির্মাতা জর্জ মেলিসের চিত্রকর্ম নিয়ে উদযাপন করা হচ্ছে ৩৬০ ডিগ্রি গুগল ডুডল।

৩ মে, বৃহস্পতিবার মেলিসের ১৯১২ সালে উন্মুক্ত হওয়া চলচ্চিত্র ‘কনকোয়েস্ট অফ দ্য পোল’ কে স্মরণ করা হয়েছে গুগল ডুডলে।

গুগলে গেলেই প্রথমে যে ছবিটি দেখা যাচ্ছে সেখানে প্লে বাটনে ক্লিক করলেই ভিডিও শুরু হয়। কিছু পরেই সেখানে ৩৬০ ডিগ্রি দেখার বাটন যুক্ত হয়। আর এখান থেকেই ব্যবহারকারী মাউস ঘুরিয়ে একটার পর একটা দৃশ্য দেখতে পায়।

ডুডলের ভিডিওটির ইউটিউব সংস্করণে ফরাসি এই পরিচালকের বিভিন্ন চলচ্চিত্র কৌশল এবং শিল্প সম্পদের প্রদর্শন করে। ভিডিওটি গুগল স্পটলাইট  ইউটিউব চ্যানেল এবং অ্যাপেও পাওয়া যাবে।

চলচ্চিত্রে স্পেশাল ইফেক্টের জনক বলা হয় জর্জ মেলিসকে। তিনি চলচ্চিত্র নির্মাণ শিল্পে বিভিন্ন প্রযুক্তিগত ও গল্প বলার ধরনে নতুনত্ব প্রবর্তনের জন্য সুপরিচিত ছিলেন।

জর্জ মেলিসের ‘অ্যা ট্রিপ টু দ্য মুন (১৯০২)’ ও ‘দ্য ইম্পসিবল ভয়েজার (১৯০৪)’ চলচ্চিত্র দুটি প্রথম বিজ্ঞান চলচ্চিত্র বা সায়েন্স ফিকশন বলে মনে করা হয়।

সূত্র: দি টাইমস অব ইন্ডিয়া

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!