এপ্রিল ২৪, ২০২৪ ১:৩১ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

লোগোয় পরিবর্তন আনলো গুগল ক্রোম

১ min read

দীর্ঘদিন পর আবারও লোগো পরিবর্তন করেছে গুগল ক্রোম। তবে লোগোটির পরিবর্তন এতো সুক্ষ্ম যে মনোযোগ দিয়ে খেয়াল না করলে পরিবর্তন ধরা কঠিন। রোববার গুগল ক্রোমের লোগো ডিজাইনার এলভিন হু এক টুইটে গুগল ক্রোমের লোগো পরিবর্তনের কথা জানিয়েছেন। এর মধ্য দিয়ে ২০১৪ সালের পর প্রথমবারের মতো লোগো পরিবর্তন করল সংস্থাটি।

নতুন লোগোতে খেয়াল করলে বোঝা যাবে গুগল ক্রোমের লোগোতে যে ৩টি রঙ ও মাঝখানের নীল রঙয়ের বৃত্তটি রয়েছে সেটি আগের তুলনায় এখন আরও উজ্জ্বল। এছাড়া আগের লোগোতে যে শ্যাডো এফেক্টের ব্যবহার ছিল নতুন লোগোতে সেই শ্যাডো সরিয়ে ফেলা হয়েছে।

বিশ্বের টেক জায়েন্টের অন্যতম গুগল ২০০৮ সালে ইন্টারনেট ব্রাউজার ক্রোম নিয়ে আসে। তখন থেকেই লোগোর ডিজাইন ও প্রধান বিষয়গুলো অপরিবর্তিত রয়েছে। ২০১১ ও ২০১৪ সালে কিছু বদল ঘটলেও মূল রূপ একই থাকে।

এলভিন হু টুইটে বলেন, আমরা ব্র্যান্ড আইকন থেকে শ্যাডো সরিয়ে এমন ভাবে আইকনে ব্যবহৃত তিনটি রং আরও উজ্জ্বল করেছি যাতে এটা গুগলের অত্যাধুনিক অভিব্যক্তির সঙ্গে মানানসই হয়।

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!