জুন ৯, ২০২৩ ১:৩১ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

আনুষ্ঠানিকভাবে তুরস্কের বাজারে টেসলা

আনুষ্ঠানিকভাবে তুরস্কের বাজারে প্রবেশ করেছে টেসলা। ইতোমধ্যেই ইলন মাস্কের টেসলা তুরস্কের বাজারের জন্য জেনারেল ম্যানেজার হিসেবে কামাল গেকারকে নিযুক্ত করেছে।

টেসলার ওয়েবসাইট অনুসারে জানা গেছে, সংস্থাটি আঙ্কারা, আন্টালিয়া, আইদিন, বুরসা, এডিরনে, ইস্তাম্বুল ও কোনিয়াতে সুপারচার্জারের সঙ্গে বাজারে প্রবেশ করছে।

পাশাপাশি বুলগেরিয়া, সার্বিয়া, রোমানিয়া ও অন্যান্য দেশে বেশ কয়েকটি দ্রুত চার্জিং পয়েন্ট স্থাপন করছে। ২০২১ সালে তুরস্কে প্রায় চার হাজার বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছিল। যেখানে ২০২০ সালে এই সংখ্যা ছিল এক হাজার ৬০০।

অর্থাৎ স্বাভাবিকভাবেই তুরস্কে হু হু করে চাহিদা বাড়ছে ইলেকট্রনিক গাড়ির। টেসলা আনুষ্ঠানিকভাবে তুরস্কে চালু হওয়ার সঙ্গে সঙ্গেই এ ধরনের গাড়ির চাহিদা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

তুরস্কের বাজারে টেসলার সবগুলো গাড়ি- মডেল এক্স, মডেল ওয়াই, মডেল থ্রি ও মডেল এস পাওয়া যাবে।

এর আগে ২০১৭ সালে ইলন মাস্ক তুরস্ক সফর করে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দেখা করেন।

আরও পড়ুন

error: Content is protected !!