আয়কর মেলার শেষ দিনে মানুষের ঢল
১ min read
আয়কর মেলার শেষ দিনে মানুষের ঢল নেমেছে। শেষ দিন হওয়ায় সকাল থেকেই করদাতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে আয়কর মেলা। সাত দিনের এ মেলার অন্য দিনগুলোর চেয়ে আজ মানুষের ভিড় বেশি হয়েছে।
সোমবার আয়কর মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মানুষের চাপে মেলা প্রাঙ্গণে পা ফেলার জায়গা নেই। ব্যাংকের বুথের সমানে করদাতাদের দীর্ঘলাইন। মেলার ই-টিআইএন, হেলপ ডেক্স, অনলাইন রিটার্ন দাখিল, ফটোকপিসহ প্রতিটি বুথের সমানে বিশাল জটলা। নারী-পুরুষের উপচে পড়া ভিড়ের মধ্যেই নিজেদের কাজ সেরে নিচ্ছেন।
গতকাল রোববারও প্রচুর ভির ছিল। অনেকে বসার জায়গা না পেয়ে ফ্লোরে বসে কাজ সেরেছেন। আজ অবস্থা আরও খারাপ। দেখা গেছে, করদাতারা ফরম পূরণের জন্য টেবিলে জায়গা না পেয়ে মেঝেতে বসে ফরম পূরণ করছেন।
তবে ভিড়ের কারণে কিছুটা ভুগান্তি হলেও উৎসবমুখর পরিবেশে সবাই এই মহৎকাজে অংশ নিচ্ছেন।
ধানমন্ডি ২৭ থেকে ব্যবসায়ীর শায়লা পারভীন এসেছেন কর দিতে। তিনি বলেন, দ্বিতীয় বারের মতো কর দিচ্ছি। এর আগের বার আমার ছেলে দিতো। কর দেওয়া নাগরিক দায়িত্ব মনে করে এবার আমি দিতে এসেছি। ফরম পূরণে ঝামেলা হচ্ছে। ভিড় হওয়ায় একটু কষ্ট হচ্ছে। তবে শেষ পর্যন্ত পারবো।
এনবিআর সূত্রে জানা যায়, সারা দেশে ৬ দিনে এ মেলায় ১ হাজার ৭২৭ কোটি ৭ লাখ ৪৫৭ টাকার আয়কর সংগ্রহ হয়েছে। শেষ দিনেও ব্যাপক করদাতা ও সেবাগ্রহীতার উপস্থিতি আশা করছে এনবিআর কর্তৃপক্ষ।
দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) নাগরিকের সংখ্যা ১৮ লাখ হলেও রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১২ লাখ ৩৫ হাজার।
গতবার মেলায় ১ লাখ ৩৫ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। সব মিলিয়ে কর আদায় হয়েছিল ২ হাজার ৪০০ কোটি টাকার মতো।
উল্লেখ্য, এ মেলা শুরু হয়েছিল ১ নভেম্বর। কয়েক বছর ধরে অফিসার্স ক্লাবে মেলা অনুষ্ঠিত হলেও এবারই প্রথম আগারগাঁওয়ে এনবিআরের নিজস্ব ভবনে হচ্ছে আয়কর মেলা।