জুন ৫, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

সিঙ্গার বাংলাদেশে চাকরি, বেতনের সঙ্গে পাবেন প্রফিট শেয়ার

সিঙ্গার বাংলাদেশ লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের করপোরেট সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। সিঙ্গার বাংলাদেশে চাকরি পেতে হলে আবেদন করতে হবে অনলাইনে।

সিঙ্গার বাংলাদেশ দেশের অন্যতম শীর্ষস্থানীয় ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। সিঙ্গার উৎপাদনের পাশাপাশি পণ্য বিপণনের কাজেও যুক্ত রয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে প্রতিষ্ঠানটি পূর্ণকালীন ভিত্তিতে কিছু লোকবল নিয়োগ দেবে। সিঙ্গার বাংলাদেশে চাকরির সুযোগ যারা পাবেন, তাদের দেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে। কারণ বিজ্ঞপ্তি কর্মস্থল সম্পর্কে নিদিষ্ট করে কিছু বলা হয়নি।

পদের নাম : অফিসার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ পাস। তবে বিএসসি পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের বিটুবি ও করপোরেট সেলস বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। মাল্টিন্যাশনাল কোম্পানি, ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট/হোম অ্যাপ্লায়েন্স ও গ্রুপ অব কোম্পানির কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

সিঙ্গার বাংলাদেশে চাকরি পেতে হলে প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগা সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে পারফরমেন্স বোনাস, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়েটি, মেডিকাল অ্যালাউন্স প্রদান করতে হবে। এছাড়াও উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন বিডি জবসের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ :  আগামী ১২ ডিসেম্বর, ২০২১ তারিখের মধ্যে সিঙ্গার বাংলাদেশে চাকরির জন্য আবেদন করা যাবে।

আরও পড়ুন

error: Content is protected !!