এপ্রিল ২৯, ২০২৪ ৫:২৮ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

শুরু হচ্ছে ‘স্টার-ব্র্যাক ইউ শর্টফিল্ম কনটেস্ট ২০১৯’

১ min read

স্টার সিনেপ্লেক্স ও ব্র্যাক ইউনিভার্সিটি’র যৌথ আয়োজনে শুরু হতে যাচ্ছে ‘স্টার-ব্র্যাক ইউ শর্টফিল্ম কনটেস্ট ২০১৯’। এবারের বিষয় ‘ডিজিটাল বাংলাদেশ’।

আয়োজকেরা জানান, ‘ডিজিটাল বাংলাদেশ’ থিম নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন মিনিটের শর্টফিল্ম নির্মাণ করে চলচ্চিত্র প্রতিযোগিতার নির্দিষ্ট ফেসবুক পেজে আপলোড করতে হবে। এর মধ্য থেকে জুরি বোর্ডের রায় এবং ফেসবুক ভোটিংয়ের ভিত্তিতে সেরা তিনটি চলচ্চিত্র নির্বাচন করা হবে।

জুরি বোর্ডের ৯০ ভাগ এবং ফেসবুক লাইকের পরিমাণ অনুযায়ী ১০ ভাগ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারিত হবে। সেরা তিন নির্মাতা পাবেন আকর্ষণীয় পুরস্কার। সেই সাথে বিজয়ীরা আরও পাবেন চলচ্চিত্র নির্মাণের বাস্তব অভিজ্ঞতা গ্রহণ।

স্টার সিনেপ্লেক্সের বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘প্রতি বছরের মতো এ বছরও আমরা প্রতিযোগিতাটির আয়োজন করতে যাচ্ছি। তবে এখনো জুরিবোর্ড গঠন করা হয়নি।’

Comments

comments

More Stories

১ min read
১ min read
১ min read
error: Content is protected !!