মার্চ ২১, ২০২৩ ১০:৫৪ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

নিরব-তমার রোমান্স (ভিডিও)

জনপ্রিয় চিত্রনায়ক নিরব এবং চিত্রনায়িকা তমা মির্জা অভিনীত ‘গেম রিটার্নস’ ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। এ ছবির ‘ভালোবেসে তোকে’ শিরোনামের একটি গানের এক ঝলক প্রকাশ হয়েছে।

গানটিতে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন বেলাল খান এবং উপমা। সোমেশ্বর অলির কথায় গানের সুর-সংগীত করেছেন বেলাল খান নিজেই।

গানটির একঝলক প্রসঙ্গে নিরব বলেন, ‘নতুন বছরের শুরুতে এটি প্রকাশ করলাম। আগামীতে টিজার এবং ছবির বাকিগান প্রকাশ হবে।’ তিনি বলেন, আগামী মার্চেই ছবিটি মুক্তি পাবে।

নিরব-তমা মির্জা ছাড়া ছবিতে অভিনয় করেছেন লাবণ্য লি, মিশা সওদাগর। ছবিটি অ্যাকশন-থ্রিলারধর্মী গল্পে নির্মিত হয়েছে। এর আগে নির্মিত হয়েছিল ‘গেম’। ২০১৫ সালে ছবিটি মুক্তি পায়। সাফল্যের ধারাবাহিকতার তার সিক্যুয়ালে ‘গেম রিটার্নস’ নির্মিত হচ্ছে।

দেখুন গানটির এক ঝলক :

আরও পড়ুন

error: Content is protected !!