মার্চ ২১, ২০২৩ ১১:০৯ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ইউটিউবে ‘৪ কে লাইভ-স্ট্রিমিং’

ইউটিউব ব্যবহারকারীরা এখন অতি সহজেই ‘৪ কে লাইভ-স্ট্রিমিং’ সুবিধা ব্যবহার করতে পারবেন।  এই প্রযুক্তির মাধ্যমে একইসঙ্গে ৬০ এফপিএস ব্যবহার করে তৈরি ৩৬০-ডিগ্রি ভিডিও এবং স্ট্যান্ডার্ড ভিডিওর ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে ইউটিউবের পক্ষ থেকে দেয়া ঘোষণায় এ তথ্য জানানো হয়েছে।

মূলত নতুন এই অ্যাপ ইউটিউবে ‘৪ কে এইচডিআর সাপোর্ট’ যুক্ত হওয়ার কয়েক সপ্তাহ পর যোগ করা হয়েছে। ‘৪ কে’ কনটেন্টগুলো হাই-ডেফিনিশনের। এ কারণে এই অ্যাপটি একইসঙ্গে ভিডিও নির্মাণ এবং ব্যবহারকারীদের জন্য একটি চমৎকার প্রযুক্তি বলে মনে করছে প্রতিষ্ঠানটি। চমৎকার এই ‘৪ কে লাইভ স্ট্রিমিং’ সুবিধা কেমন তা ব্যবহারকারীদের দেখাতে ইউটিউব গত বৃহস্পতিবার ‘দি গেম অ্যাওয়ার্ডস’-এর একটি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয়। সূত্র : ভার্জ

আরও পড়ুন

error: Content is protected !!