আসছে সুবীর নন্দির গান
১ min read
আসছে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাজারে আসছে দেশবরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দির গান। এই গান মহালয়াকে কেন্দ্র করে। ‘শারদ প্রাতে প্রণাম মা’তে’- এমন কথায় সাজানো গানে সম্প্রতি কণ্ঠ দিয়েছেন এই গায়ক।
দুর্গাপূজার আনন্দ দ্বিগুণ করতে গানটি বাজারে আনছে ঈগল মিউজিক। ঢাকার একটি স্টুডিওতে ধারণ করা এই গানের কথা লিখেছেন প্রণব সাহা। সুর করেছেন রিপন চৌধুরী ও সংগীতায়োজন করেছেন মধু মুখার্জি। গানটি মহালয়ার দিন থেকে বিভিন্ন মাধ্যমে প্রচারের পরিকল্পনা রয়েছে।
এই গান সম্পর্কে সুবীর নন্দী বলেন, ‘মূলত মহালয়ার মধ্য দিয়েই দেবী দুর্গাকে মর্তে স্বাগত জানানো হয়। সে ভাবনা থেকেই গানটি করা হয়েছে। এই গানের কথা, সুর ও সংগীতায়োজন হয়েছে এক কথায় চমৎকার। এবারের দুর্গোৎসবে গানটি বিশেষ মাত্রা যোগ করবে বলে আমি মনে করি।’