জুন ৯, ২০২৩ ১:১০ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

বলিউড ছবিতে গাইতে চান সেলেনা গোমেজ

ব্রিটিশ সংগীতশিল্পী কাইলি মিনোগ, মার্কিন সংগীতশিল্পী অ্যাকন ও ডিপ্লোসহ বেশ কয়েকজন শিল্পীই বলিউড ছবিতে কণ্ঠ দিয়েছিলেন। এবার বলিউড ছবিতে গান গাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন মার্কিন সংগীতশিল্পী সেলেনা গোমেজ।

২০ জুলাই ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডের এক প্রতিবেদনে সেলেনার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়। এতে তিনি জানান, ভারতের কয়েকজন শিল্পীকে অনুসরণ করেন। ভারতে এমন কয়েকজন শিল্পী আছেন, যাদের গায়কি আসলেই অসাধারণ।

সেলেনা বলেন, ‘ভারতের এ আর রহমানের সংগীত পরিচালনা আমার খুবই পছন্দ। তিনি খুব সুন্দরভাবে পশ্চিমা ও ভারতীয় সুরের মিশ্রণ ঘটাতে পারেন। তাকে আমার খুবই ভালো লাগে। তা ছাড়া তিনি একজন বিশ্ব মানের ব্যক্তিত্ব। তার সংগীত পরিচালনায় আমি যদি গান গাইতে পারি, তাহলে আমার সত্যই ভালো লাগবে। যদি ভারতের বলিউডের কোনো ছবির জন্যও গাওয়া যায়, তাহলেও তা মন্দ হবে না।’

তরুণ প্রজন্মের কাছে ২৬ বছর বয়সী সেলেনার বিশ্বজুড়ে বেশ জনপ্রিয়তা আছে। তিনি হলিউডেরও বেশ কয়েকটি ছবিতে গান গেয়েছেন। হলিউডের ‘হোটেল ট্রানসিলভেনিয়া’ সিরিজের তিনটি ছবিতেই গান গেয়েছেন তিনি।

আরও পড়ুন

error: Content is protected !!