ঈদ-উল-ফিতর এ আফরান নিশো ও তানজিন তিশা জুটিকে একসঙ্গে বেশ কয়েকটি নাটকেই দেখা গিয়েছিলো। এবারো আসছে ঈদের একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় এ তারকা জুটি।
২০ ও ২১ জুলাই রাজধানীর উত্তরা ও তিনশো ফুট এলাকার বিভিন্ন লোকেশনে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। নাটকের নাম ‘একটি পূর্ণদৈর্ঘ্য প্রেম’। নাটকটি রচনা করেছেন সারোয়ার রেজা জিমি, পরিচালনা করেছেন তুহিন হোসেন।
নাটকের গল্প প্রসঙ্গে তুহিন হোসেন বলেন, ‘দীর্ঘদিন প্রেম করলে প্রেমিক-প্রেমিকা দুজনেরই ভালো-মন্দ একসময় প্রকাশ হবেই। সেই ভালোটুকুকে গ্রহণ করে খারাপটুকুকে মেনে নিয়েই জীবনকে এগিয়ে নিতে হয়। এটাই মূলত এই নাটকের মূল বিষয়বস্তু।’
আফরান নিশো বলেন, ‘নাটকটির নির্মাণ বেশ ভালো হয়েছে। তুহিন সবসময়ই বেশ পরিচ্ছন্ন কাজ করে। নির্মাণের ক্ষেত্রে তারমধ্যে কোনরকম বাড়াবাড়ি নেই। সবসময়ই আন্তরিকতা নিয়ে যত্ন দিয়ে কাজটি নির্মাণ করার চেষ্টা করে। এই নাটকটির নির্মাণের ক্ষেত্রেও তাই হয়েছে। আর তিশা অভিনয়ে আগের চেয়ে আরো বেশি সিরিয়াস হয়েছে। একজন সত্যিকারের অভিনেত্রী হয়ে উঠারই চেষ্টা করছে তিশা। তার এই আগ্রহকে সাধুবাদ জানাই।’
আরো পড়ুন
কোন অ্যাপ সবচেয়ে নিরাপদ ?
যে ৫ খাবারে পুরুষের প্রজনন ক্ষমতা বাড়ে
কাশ্মিরে শাহরুখের ‘পাঠান’, ঝড়; ৩২ বছর পর হাউসফুল