মার্চ ২৫, ২০২৩ ১০:৫৯ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

বাগদান সেরেছেন দেব-রুক্মিনী?

দেব-রুক্মিনী কলকাতার সিনেমায় আলোচিত জুটি। তাদের বাস্তব প্রেম নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। কখনো কখনো শোনা যায় তারা বিয়ে করে ফেলেছেন। আবার কখনো শোনা যায়, বিয়ের আয়োজন করতে যাচ্ছেন।

সম্প্রতি কলকাতার সু-পরিচিত এক গণমাধ্যমের খবর, গোপনে বাগদান সেরেছেন দেব-রুক্মিনী। এমনটা নাকি রুক্মিনী নিজের মুখে স্বীকারও করেছেন।

তাতে বলা হয়েছে, পরিচালক শাশ্বত চট্টোপাধ্যায় তার নতুন ছবির জন্য দেবের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে মিটিং করছিলেন। ওখানে হুট করে হাজির হন রুক্মিনী।

শাশ্বত চট্টোপাধ্যায় রুক্মিনীকে প্রশ্ন করেন, ছবিতে দেবের সঙ্গে না থাকার পরেও কেন এসেছেন স্ক্রিপ্ট মিটিংয়ে? পাল্টা জবাবে ‘চ্যাম্প’ ছবির এই নায়িকা উত্তর দেন এভাবে, শাশ্বত কেন তার মুভি প্রিমিয়ারে বউকে নিয়ে যান! সঙ্গে রুক্মিনী আরও জানিয়ে দেন, তিনি দেবের বাগদত্তা!

সুতরাং তিনি যে দেবের সব কিছুর সমান অংশীদার তা বলার আর অপেক্ষা রাখে না। তখনই রুক্মিনীর সঙ্গে দেব তার বন্ধুত্বের ট্যাগ খুলে ফেলেন। স্পষ্ট জানিয়ে দেন, রুক্মিনী তার বাগদত্তা। এর মধ্য দিয়ে, রুক্মিনীর বাম হাতের অনামিকায় (আঙুল) -এ ‘এনগেজমেন্ট আংটি’ নিয়ে যে জল্পনা ছিল, সেই জট এবার খুলে গেল।

জানা গেল, অনেক আগেই নাকি বাগদান সেরেছেন দেব-রুক্মিনী। কলকাতার সিনেমাপাড়ায় বিষয়টি নিয়ে চলছে জোর আলোচনা।

আরও পড়ুন

error: Content is protected !!