মার্চ ২১, ২০২৩ ১১:১৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

অ্যাম্বুলেন্স চালক মেহজাবিন!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী নতুন একটি নাটকে অভিনয় করছেন। এখানে মেহজাবিনকে দেখা যাবে অ্যাম্বুলেন্স চালক সংগ্রামী নারীর চরিত্রে।

মেহজাবিন চৌধুরী তার ফেসবুকে পোস্টে লিখেছেন, ‘মাঝে মাঝে ভাবি অন্য পেশাতে থাকলে কি জীবনে এত ধরণের অভিজ্ঞতা নেওয়ার সৌভাগ্য হতো? অ্যাম্বুলেন্সের এক্সেলেটরে পা রাখার পর নতুন এক নিজেকে আবিষ্কার করলাম। নতুন গল্প, নতুন চরিত্র; আশা করি ভাল লাগবে সবার।’

জানা যায়, গত কয়েকদিন ধরে রাজধানীর কাউলায় নাটকটির শুটিং করছেন মেহজাবীন। অনন্য ইমনের পরিচালনায় নাটকটিতে তার সহশিল্পী সুদীপ বিশ্বাসসহ আরও অনেকে।

আসছে কোরবানি ঈদে এ নাটকটি দেখা যেতে পারে বলে জানান পরিচালক।

এর আগে গেল রোজার ঈদে মেহজাবিন অভিনীত একাধিক নাটক প্রচার হয়েছে। এর মধ্যে প্রশংসিত হয়েছে ‘ঘুণ’, ‘শেষ দেখা’, ‘চম্পা হাউজ’, ‘ফ্রিল্যান্সার নাদিয়া’, ‘লাভ ভার্সেস ক্রাশ ২’, ‘২ বাই ২’, ‘ভেলকি’, ‘ম্যাটিনি শো’, ‘উড়ো প্রেম’সহ বেশ কিছু নাটক।

আরও পড়ুন

error: Content is protected !!