জুন ২, ২০২৩ ৪:৪৭ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

‘অঘটন’ ঘটালেন অপূর্ব-সাবিলা

বেকারত্ব কার ভালো লাগে ? বেকার ছেলের অপূর্বের সমস্যা সেটা নয়। ওকে নিয়ে মূল সমস্যা হলো যেখানেই সে যাবে একটা না একটা অঘটন ঘটাবেই। সে কারণেই, তার নাম হয়ে ওঠে অঘটনঘটনপটিয়সী!
 
যেমন, ইন্টারভিউ বোর্ডের ওয়েটিং রুমে আরও কয়েকজনের সঙ্গে সে বসে আছে। দুশ্চিন্তায় হাতের নখ কামড়াতে কামড়াতে পাশের জন ‘ওহ’ বলে চিৎকার করে উঠলো। অপূর্ব তাকিয়ে দেখে, পাশের ছেলেটির পায়ের ওপর পাড়া দিয়ে সে বসে আছে !
 
এতো গেলো। এবার দেখেন কি করলো !! ভাইবা পরীক্ষার জন্য শুভ্র পোশাক পরে ক্লাসে যাচ্ছে সাবিলা। পাশ দিয়ে বাইকে চেপে বাসায় ফিরছিল অপূর্ব। সড়কে জমে থাকা পানির ওপর দিয়ে এমনভাবে বাইক চালালো- সাবিলার পুরো পোশাক কাদায় ভরে গেল !
 
এমন ‘অঘটন’ আসছে ঈদে…

আরও পড়ুন

error: Content is protected !!