মার্চ ২৮, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

আবারও বিয়ের পিঁড়িতে বসলেন সারিকা সাবরিন

অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন আবারও বিয়ে করেছেন। তার স্বামী বি. আহমেদ রাহী পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। গত ২ ফেব্রুয়ারি দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সারিকা এই তথ্য নিশ্চিত করে তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ইচ্ছে করে জানানো হয়নি।

সারিকা জানান, আগামী ১২ ফেব্রুয়ারি বিয়ের আমেজ কাটিয়ে শুটিংয়ে ফিরবেন তিনি।

২০১৪ সালে মাহিম করিম নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন সারিকা। ২০১৬ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। সেহরিশ আনায়া নামে তাদের এক কন্যাও রয়েছে।

আরও পড়ুন

error: Content is protected !!