বিয়ের পর মাসেরও বেশি সময় পেরিয়ে গেছে ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলের। সাবেক এই প্রেমিকার বিয়েতে স্পেশাল গিফট দিলেও এই বিয়ের ব্যাপারে কোনো কথাই বলেননি সালমান।
অবশেষে মুখ খুললেন ভাইজান। বিগ বস ১৫ গ্র্যান্ড ফাইনাল এপিসোডের মঞ্চ থেকে ক্যাটকে দিল খোলা শুভেচ্ছা জানালেন তিনি। তবে শুভেচ্ছাবার্তায় উল্লেখ করেননি ভিকি কৌশলের নাম।
সেদিন বিগ বসের মঞ্চে রাখি সায়ন্তের পারফরমেন্স চলছিল। আচমকা রাখি গত বছর অর্থাৎ আগের বছরের বিজয়ী রুবিনা দিলায়েককে ডান্স অব চ্যালেঞ্জ করেন। ক্যাটরিনার গান চিকনি চামেলিতে জমিয়ে নাচ করেন দুই অভিনেত্রী।
তাদের নাচ দেখে মঞ্চে এসে যোগ দেন সালমান। নাচ শেষ হতেই ক্যামেরার দিকে তাকিয়ে হঠাৎ বলেন- ‘ক্যাটরিনা শাদি মুবারক হো’ অর্থাৎ ‘ক্যাটরিনা, বিয়ের জন্য শুভেচ্ছা’।
ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রিত ছিলেন না সালমান। যদিও একসময়ের ঘনিষ্ঠ ক্যাটকে বিয়ের উপহার পাঠাতে কার্পণ্য করেননি তিনি। শোনা গেছে, সালমান নাকি ক্যাটরিনা-ভিকিকে বিয়েতে প্রায় তিন কোটি টাকা দামের একটি রেঞ্জ রোভার গাড়ি উপহার দিয়েছেন।
আরো পড়ুন
সোনার দাম বেড়ে রেকর্ড, ভরি ৮৪ হাজার ৩৩১ টাকা
অকটেনের দাম বাড়ল লিটারে ৪৬ টাকা, ডিজেল ৩৪ টাকা
নৌপরিবহন সেক্টরে বিনিয়োগ করতে চায় আমেরিকার এক্সিম ব্যাংক