মার্চ ২৫, ২০২৩ ১১:৫২ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে রয়েছেন।

করোনা পরীক্ষায় রোববার (১৬ জানুয়ারি) তার রিপোর্ট পজিটিভ আসে। এরপর সোমবার (১৭ জানুয়ারি) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি আপাতত শারীরিকভাবে সুস্থ।

আসাদুজ্জামান নূরের করোনা আক্রান্ত হওয়া খবরটি নিশ্চিত করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘নূর সাহেবের শারীরিক অবস্থায় কোনো জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সচেতনতার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। মূলত চেকআপের জন্য। ভয়ের কিছু নেই। ’

জাতীয় সংসদ অধিবেশনে যোগদানের জন্য আসাদুজ্জামান নূর নমুনা জমা দেন। এরপরই রিপোর্ট পজিটিভ আসে বলে জানা যায়।

২০২০ সালে করোনা আক্রান্ত হয়েছিলেন এই অভিনেতা। তখন কয়েকদিন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। এবারও তিনি দ্রুত সুস্থ হয়ে বাসায় ফিরতে পারবেন বলে প্রত্যাশা স্বজনদের।

আরও পড়ুন

error: Content is protected !!