মার্চ ২১, ২০২৩ ১০:০৩ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আমির সিরাজী শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে রাজধানীর রামপুরায় একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘শিল্পী সমিতির সম্মানিত সদস্য ও সবার প্রিয় অভিনেতা আমির সিরাজী ভাই কিছুক্ষণ আগে শ্বাসকষ্টজনিত কারণে অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সহায় হোন।’

মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’ সিনেমায় মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় আমির সিরাজীর। কিন্তু তার অভিনীত মুক্তি পাওয়া প্রথম সিনেমা ছিল ইবনে মিজান পরিচালিত ‘পাতাল বিজয়’। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে প্রায় ৭০০ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আরও পড়ুন

error: Content is protected !!