মার্চ ২৭, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

‘মানিকে মাগে হিতে’ এবার ইংরেজিতে ভাইরাল

‘মানিকে মাগে হিতে’ গান দিয়ে রাতারাতি বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছেন শ্রীংলকার গায়িকা ইয়োহানি ডি’ সিলভা। যার বাংলা অর্থ ‘প্রিয় তুমি আমার হৃদয়ে’। এইতার গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর নানা দেশের শিল্পীরা গানটিকে কভার করেছেন। অনেক তারকাও গানটি গেয়েছেন।

এবার গানটি ইংরেজি ভাষায় গাইলেন ওলন্দাজ গায়িকা এমা হিস্টার্স। সুর, তাল এক রেখেই নিজের মতো করে এই গান সাজিয়েছেন এমা। ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি ভাইরাল হয়েছে।

প্রায় তিন লক্ষ মানুষ সেটি দেখে ফেলেছেন। এমাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগীরা।

‘মানিকে মাগে হিতে’ একটি সিংহলী সিনেমার গান। গত বছরে সিনেমাটি মুক্তি পায়। চলতি বছরে ইয়োহানি দি সিলভা গানটি নতুন করে গেয়েছেন। এর পরেই আলোচনায় আসে গানটি। আলোচনায় আসেন শিল্পীও।

যত দিন যাচ্ছে, ততই বাড়ছে এই গান ও ইয়োহানির জনপ্রিয়তা।

ইংরেজি ভাষায় ‘মানিকে মাগে হিতে’ : www.instagram.com

আরও পড়ুন

error: Content is protected !!