ওবায়দুল কাদেরের সঙ্গে সাংস্কৃতিক আড্ডায় শিল্পীরা
১ min read
বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির উদ্যোগে রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়ে গেল এক সাংস্কৃতিক আড্ডা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিলের আমন্ত্রণে ৪ ফেব্রুয়ারি, রোববারের এ আড্ডায় অতিথি হিসেবে হাজির ছিলেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা। আর এ আড্ডায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানের বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। ছবি সম্বলিত ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ অসীম কুমার উকিল দাদা; সুন্দর, ছিমছাম আয়োজনের জন্য। আপনি আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ (নেত্রকোনা)। ওই এলাকার মানুষজন যে বড়ই অতিথিপরায়ণ হয়, সেই প্রমাণ আজ আবারও পেলাম।’
তিনি আরও লিখেন, ‘প্রধান অতিথি মন্ত্রী ওবায়দুল কাদের প্রতিটি সংস্কৃতিকর্মীর সঙ্গে আলাদা করে শুভেচ্ছা বিনিময় করলেন। গল্প করলেন। প্রত্যেককে তার প্রাপ্য সম্মান দিলেন। তার জন্য শ্রদ্ধা।’
চলচ্চিত্র অভিনেতা ফারুক, নায়ক রিয়াজ, অভিনেত্রী শাওন, রোজিনা, নাট্যব্যক্তিত্ব ড. ইনামুল হক, আহসানুল হক মিনু, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, বন্যা মির্জা, রোকেয়া প্রাচী, গায়ক সুবীর নন্দী, রফিকুল আলম, ফকির আলমগীর, তপন চৌধুরীসহ আরও অনেকেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।