একসঙ্গে গাইবেন আসিফ আকবর-মোনালি ঠাকুর
১ min read
প্রথমবার একসঙ্গে গাইবেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এবং ভারতের মোনালি ঠাকুর। তারা দুজনে একসঙ্গে গাইবেন ‘দোস্ত দুশমন’ ছবিতে।
ছবিটি নির্মাণ করছেন বি কে আজাদ।
‘দোস্ত দুশমন’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন জয় চৌধুরী এবং রোমান নীর। আসিফ-মোনালির গান গাওয়ার খবরটি নিশ্চিত করেছেন জয় চৌধুরী নিজেই।
তিনি জানান, সম্প্রতি তাদের গাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে। খুব শিগগির রেকর্ডিং হবে।
বিগ বাজেটে নির্মিত হবে ‘দোস্ত দুশমন’। ছবিতে জয়-নীর ছাড়াও অভিনয় করবেন ভারত-বাংলাদেশের অনেক বড় মাপের তারকা।
বাংলাদেশের এ. কে প্রোডাকশন ও কলকাতার জুপিটার ফিল্মস যৌথভাবে বিগ বাজেটে ‘দোস্ত দুশমন’ ছবিটি নির্মাণ করছে।
আগামী ৮ জানুয়ারি থেকে ঢাকায় ছবিটির শুটিং হবে বলে জানিয়েছেন জয় চৌধুরী।