জুন ৫, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

মুক্তি পেয়েছে গহীন বালুচর

বছরের শেষ ছবি হিসেবে ২৮টি হলে মুক্তি পেয়েছে ২৯ ডিসেম্বর, শুক্রবার মুক্তি পেয়েছে বদরুল আনাম সৌদ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘গহীন বালুচর’।

ছবিটির নির্মাতা বলেন, ‘আমাদের দেশের বেশিরভাগ সিনেমা হলেই পরিবেশ খুব একটা ইতিবাচক নয়। তাই আমি হলের সংখ্যা বাড়াতে চাইনি। যেসব হলে দর্শকদের আগ্রহ রয়েছে সেগুলোকেই টার্গেট করছি। পরবর্তী সপ্তাহে আরো কিছু হল যোগ হতে পারে।’

‘গহীন বালুচর’-এর কাহিনী- সংলাপ-চিত্রনাট্যও সৌদের। চলচ্চিত্রটি সহপ্রযোজনা করেছে ‘সাতকাহন’ ও ‘ফ্রেন্ডস মুভিজ’।

নন্দিত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, মুন, তানভির, নীলাঞ্জনা নীলাসহ একঝাঁক তরুণ অভিনয়শিল্পী ছবিতে অভিনয় করেছেন। ছবিটি পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

আরও পড়ুন

error: Content is protected !!