মার্চ ২৫, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

শাকিব খান-অপু বিশ্বাস জুটিকে সম্মাননা

শাকিব খান-অপু বিশ্বাস জুটিকে সম্মাননা দিয়েছে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড। অপু বিশ্বাসের হাতে তার সম্মাননা তুলে দেন ঢাকাই চলচ্চিত্রে তিন কিংবদন্তী অভিনেতা উজ্জল, সোহেল রানা ও ফারুক। এ সময় আরও একঝাঁক তারকা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার ২০ ডিসেম্বর এ সম্মাননা জানানো হয়। তবে শাকিব ‘নোলক’ সিনেমার শুটিং নিয়ে বর্তমানে হায়দরাবাদে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। ফলে তার প্রতিনিধি হিসেবে সম্মাননা গ্রহণ করেন তার স্ত্রী অপু বিশ্বাস। আয়োজকেরা শাকিবের সম্মাননা স্মরক তুলে দেন অপুর হাতে।

সম্মাননা গ্রহণ করে অপু বিশ্বাস বলেন, ‘শাকিব খান ও অপু বিশ্বাস জুটিটি বাংলাদেশে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা অসংখ্য জনপ্রিয় ছবিতে কাজ করে সফল হয়েছি। তারই স্বীকৃতি পেতে খুব ভালো লাগছে।’ তিনি আরো বলেন, ‘চলচ্চিত্রের এই গুণীজনদের কাছে চলচ্চিত্র, আমার পরিবার, আমার সন্তানের জন্য দোয়া কামনা করছি। ফিল্ম ক্লাবকে ধন্যবাদ এত সুন্দর পরিকল্পিত একটি অনুষ্ঠান উপহার দেয়ার জন্য।’

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০ বছর পূর্তি উপলক্ষে চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য শাকিব খান-অপু বিশ্বাসকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানটির আহ্বায়ক ও চিত্রপরিচালক সাফি উদ্দিন সাফি। গতকাল বিএফডিসির ৮নং ফ্লোরে বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সবার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে চলচ্চিত্রের ২০ জন গুণী ব্যক্তিকেও সম্মাননা প্রদান করা হয়। নায়করাজ রাজ্জাককে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। এ ছাড়াও সম্মাননা পেয়েছেন চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান, চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেন, গীতরচয়িতা গাজী মাজহারুল আনোয়ার, সংগীত পরিচালক আলাউদ্দিন আলী, চলচ্চিত্র প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান, চিত্রনায়িকা ববিতা, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক আলমগীর, সংগীতশিল্পী রুনা লায়লা, সংগীতশিল্পী মো. খুরশীদ আলম, শিল্প নির্দেশক মহিউদ্দিন ফারুক, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক, চলচ্চিত্র প্রযোজক ও চিত্রনায়ক মাসুদ পারভেজ, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহম্মেদ উজ্জ্বল, অভিনেতা ডি এ তায়েব, বাংলা চলচ্চিত্রের মারপিট দৃশ্যের প্রবর্তক জ্যাম্বস গ্রুপ, পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু, চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান, এটিএন বাংলা, প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এবং উইজার্ড মিডিয়া ডিরেক্টরি।

বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের প্রেসিডেন্ট হিসেবে এ পর্যন্ত সাতজন ব্যক্তি বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন। এ সময়  তাদেরও বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ ভাগে শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

আরও পড়ুন

error: Content is protected !!