মে ৩০, ২০২৩ ৫:০৪ পূর্বাহ্ণ || ইউএসবাংলানিউজ২৪.কম

ইউএস বাংলানিউজ, নিউইয়র্ক

অগ্রসর পাঠকের বাংলা অনলাইন

ট্রাকচাপায় রাবি ক্যাম্পাসে শিক্ষার্থী নিহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ট্রাক চাপায় নিহত হয়েছেন। এ সময় ওই শিক্ষার্থী ক্যাম্পাস থেকে হলের দিকে ফিরছিলেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্মাণাধীন বিজ্ঞান ভবনের সামনে এ ঘটনা ঘটে।

মাহবুব হাবিব হিমেল নামে ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিকস ডিজাইন, ক্রাফট ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ৩টি ট্রাকে আগুন দিয়েছে।

রাবি প্রক্টর লিয়াকত আলী বলেন, আমি একটু আগে শুনেছি হবিবুর রহমান হলের সামনে ট্রাক চাপায় এক ছাত্রের প্রাণ গেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই কাম্য নয়। কেন এ ঘটনা ঘটেছে তা আমরা খতিয়ে দেখছি। ভবিষ্যতে যাতে এমন দুর্ঘটনা না ঘটে সেজন্য পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন

error: Content is protected !!